ব্যস্ততা বেড়েছে টাঙ্গাইলের তাঁত পল্লীতে
- আপডেট সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১৭৭৬ বার পড়া হয়েছে
ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে টাঙ্গাইলের তাঁত পল্লীতে। করোনা ও লকডাউনে ২ বছরে ঈদ উৎসব ও পুজা পার্বনে আশানুরুপ ব্যবসা করতে পারেনি তাঁত ব্যবসায়ীরা।আগের ক্ষতি পুষিয়ে নিতে এবার ঈদ ও পহেলা বৈশাখের বাজার ধরতে চান তারা। তাই প্রতিটি তাঁতপল্লীতে এখন সরগরম ।
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প মালিক-শ্রমিকরা সারা বছর অপেক্ষায় থাকেন ঈদ, পয়লা বৈশাখ ও দুর্গাপূজার । এই চারটি উৎসবে কাপড়ের বাজার তাদের ব্যবসার প্রধান উৎস। করোনায় গেল দুই বছর অধিকাংশ তাঁত বন্ধ ছিলো। লোকসান কাটিয়ে উঠতে এবার তাঁতীরা ব্যস্ত শাড়ি তৈরীতে।
বিশাল কর্মযজ্ঞে নির্ঘুম সময় কাটছে তাঁত শ্রমিকদের। মালিকদের চাহিদামতো নতুন নতুন বাহারী ডিজাইনের শাড়ী তৈরীতে ব্যস্ত সময় পার করছেন তারা
একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে দুই বছর করোনায় লোকসান গুণে পুজি সংকটে পড়েছেন তাঁত মালিকরা।
স্থানীয়দের প্রত্যাশা , দীর্ঘদিনের মন্দা কাটিয়ে ঘুরে দাড়াবে টাঙ্গাইলের তাতপল্লী।
মালিক-শ্রমিকসহ তাঁত সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমে টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন হিসাবে প্রকৃত রূপ ফিরে পাবে এমনটাই প্রত্যাশা টাঙ্গাইলবাসীর।