ব্যাংকগুলোতে বাড়ছে করোনা সংক্রমনের ঝুঁকি
- আপডেট সময় : ০৭:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
গ্রাহকরা সামাজিক দূরত্ব না মানায় ব্যাংকগুলোতে বাড়ছে করোনা সংক্রমনের ঝুঁকি । প্রয়োজনের তুলনায় অনেক কম সংখ্যক শাখা খোলা রাখায় ঠাসাঠাসি করে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। এতে করোনা সংক্রমণ আতঙ্কে আছেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারিরা। এঅবস্থায় ভোগান্তি লাঘব ও করোনা সংক্রমন এড়াতে আরো বেশি সংখ্যক শাখা খোলা রাখার দাবি গ্রাহকদের।
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ততে সাধারণ ছুটিতেও রাজধানীসহ সারাদেশে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে। দেশের প্রায় ১১ হাজার ব্যাংক শাখার মধ্যে, প্রায় ৪ হাজার শাখা খোলা রয়েছে । সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলছে ব্যাংকিং কার্যক্রম।
এই স্বল্প সময়ে অল্প সংখ্যক শাখা খোলা থাকায় রাজধানীর অধিকাংশ শাখাতেই গ্রাহকদের উপচেপড়া ভীড়। এতে ব্যাংকিং কার্যক্রম করতে আসা গ্রাহকরা মানছেন না সামাজিক বা শারীরিক দুরত্বের বিষয়টি। ফলে ব্যাংকিং কার্যক্রমে ব্যাংকার ও গ্রাহকদের করোনা সংক্রমনের ঝুঁকি ক্রমশ বাড়ছে। সম্প্রতি এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুতে আতঙ্ক আরো বেড়েছে।
করোনা সংক্রমন ঠেকাতে ব্যাংকিং কার্যক্রম সীমিত করা হলেও, গ্রাহকরা শারীরিক দুরত্ব বজায় রাখতে তেমন সচেতন নয়। তৎপরতা নেই সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোর কর্মকর্তাদেরও। এ অবস্থায় সংক্রমন এড়াতে আরো বেশি সংখ্যক শাখা খোলা রাখার দাবি গ্রাহকদের।
ঢাকা ও চট্টগ্রামের বাণিজ্যিক এলাকার ব্যাংকগুলোর কার্যক্রম চলছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। রমজান বিবেচনায় অন্যান্য কাজ শেষ করার জন্য সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে ব্যাংক।