ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধ না করে নীতিমালা প্রনয়নের দাবি
- আপডেট সময় : ১০:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৯২০ বার পড়া হয়েছে
ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধ না করে নীতামালা প্রনয়ণের দাবি জানিয়েছে আমদানিকারক ও ব্যবসায়ীরা। সকালে রাজধানীর নওয়াবপুরে মানবন্ধনে সংগঠনের নেতারা এই দাবি করেন। তারা বলেন, দেশে ৪০ লাখেরও বেশি ইজিবাইক চলে। হঠাৎ করে হাইকোর্টের নির্দেশনার ফলে প্রায় ৩ কোটি মানুষ দুর্ভোগে পড়েছে।
গেলো ১৫ ডিসেম্বর সারাদেশে ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। আদেশে একইসাথে আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতেই বিপাকে পড়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
হাইকোর্টের আদেশ বাতিল করে সুনির্দিষ্ট আইনী কাঠামো তৈরি করার দাবিতে সোমবার সকালে রাজধানীর নওয়াবপুরে মানববন্ধন করে বাংলাদেশ ইলেক্ট্রিক থ্রি হুইলার ম্যানুফ্যাকচারার এন্ড মার্চেন্ট এসোসিয়েশন।
বাহন হিসেবে ইজিবাইক পরিবেশবান্ধব এমন তথ্য দিয়ে বক্তারা বলেন, এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩ কোটি মানুষ জড়িত। বন্ধ না করে আইনী প্রক্রিয়ায় তা পরিচালনার দাবি তাদের।
প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠির কথা চিন্তা করে ইজিবাইক বন্ধের নির্দেশনা তুলে নিতে সরকারের কাছে জোর আবেদন ব্যবসায়ীদের।