ব্যানার অপসারণ ঘিরে রণক্ষেত্র বরিশাল নগরী
- আপডেট সময় : ০১:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
শোক দিবসের ব্যানার খোলা নিয়ে বরিশালে পুলিশের সাথে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের তুমুল সংঘর্ষে ৭জন গুলিবিদ্ধ হয়েছেন। এর আগে উচ্ছেদ অভিযান ঘিরে ইউএনও’র বাসভবনে ভাঙচুর হয়।
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমানের সরকারি বাসভবনের আনসার সদস্য ও সিটি করপোরেশনের কর্মীদের মাঝে বাকবিতণ্ডা ও গুলির জেরে এই ঘটনা ঘটে। বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে। খবর পেয়ে পুলিশ অতিরিক্ত ফোর্স মোতায়েন করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে, পুলিশ নির্বিচারে সেখানকার আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনার পর থেকে পুরো এলাকায় পুলিশি টহল চলছে। এর জেরে ঐ অঞ্চল থেকে লঞ্চ ও বাস চলাচল সকালে বন্ধ ঘোষণা করা হয়। পুরে দুপুরে তা স্বাভাবিক হয়।