ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে করা দুদকের মামলা বাতিলের আবেদনের শুনানি শেষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে, বিএনপি সরকারের সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে, দুদকের করা মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি শেষে। মঙ্গলবার আদেশ দেবে হাইকোর্ট।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ আদেশের দিন ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ জানায়, রাজধানীর শাহবাগ থানায় সাবেক বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেন নাজমুল হুদা। তিনি অভিযোগ করেন, তাকে দুটো মামলা থেকে অব্যাহতি দেয়ার শর্তে সাবেক প্রধান বিচারপতি সিনহা তার কাছে ৩ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবী করেন। তবে দুদকের অনুসন্ধানে হুদার করা অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলে মামলা করে দুদক। সেই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে নাজমুল হুদা।