ব্যালট অথবা বুলেটের মাধ্যমে লড়াই করে হলেও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র রুখে দিতে হবে : আইনমন্ত্রী
- আপডেট সময় : ১০:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ১৭৮৫ বার পড়া হয়েছে
ব্যালট অথবা বুলেটের মাধ্যমে লড়াই করে হলেও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র রুখে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। এসময় তিনি জানান, ২১ আগষ্ট গ্রেনেড হামলার মাধ্যমে যারা এ দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল তাদের কাউকে ছাড়া হবে না। বঙ্গবন্ধুর পলাতক খুনীদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তিনি।
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর নিবন্ধন অধিদপ্তরে আয়োজন করা হয় এই আলোচনা সভার।
সভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিকে দেশ থেকে বিতাড়িত করতে সবরকম প্রস্তুতিই রয়েছে আওয়ামী লীগের।
এ সময় জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদীর লাশের পোষ্টমর্টেম বিতর্কের জবাব দেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানশেষে আইনমন্ত্রী আরো বলেন, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনা নিহত হলে এদেশ পাকিস্তান হয়ে যেত।