ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি লিওনেল মেসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ক্যারিয়ারের প্রথমবার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই রেকর্ড ৭ বার ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি প্রথম জায়গা করেন নেন ২০০৬ সালে। সেই থেকে টানা ১৫ বার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল এই আর্জেন্টাইন তারকার। এবারই প্রথম ইউরোপের বর্ষসেরা ফুটবলার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি মেসি। ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসির পিএসজি সতীর্থ নেইমারও। তবে ৩০ জনের তালিকায় জায়গা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে এ বছরের ব্যালন ডি’অরের লড়াইটা হবে করিম বেনজেমা ও রবার্ট লেভানদোভস্কির মাঝে। তাদের সঙ্গে পাল্লা দিতে দেখা যাবে মোহাম্মদ সালাহ এবং হিউং মিন সনকেও।