ব্রাজিলের সাও পাওলোতে বিমান বিধ্বস্তে ৬২ জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ১৭৫২ বার পড়া হয়েছে
ব্রাজিলের সাও পাওলোতে বিমান বিধ্বস্তে নিহত ৬২ জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে উদ্ধারকর্মীরা। শনিবার বিমানটি ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়। বিমানে ৬২ জন যাত্রী ও ৪জন ক্রু ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে আকাশে কয়েকবার ঘুরছিল। পরে এক আবাসিক এলাকায় মাটিতে বিধ্বস্ত হয়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্ত হয়ে স্থানীয় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সাও পাওলো রাজ্য জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে তারা মরদেহগুলো উদ্ধার করেছে। এদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ২৮ জন নারী। পরিচয় শনাক্ত হওয়ার পরই এসব লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।