ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিকে স্মার্ট ক্লাসরুমে রূপান্তর
- আপডেট সময় : ১১:৪০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ১৮৭৫ বার পড়া হয়েছে
প্রত্যন্ত গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা মনিটরে জীবন্ত কার্টুন দেখে এখন ক্লাস করছে। এভাবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধা পূর্ব প্রাথমিক বিদ্যালয়টির তৃতীয় শ্রেণীর ক্লাসরুমটিকে স্মার্ট ক্লাসরুমে রূপান্তর করেছে উপজেলা প্রশাসন। এতে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ বৃদ্ধি পাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। এখানে সফল হলে জেলাব্যাপী এমন স্মার্ট ক্লাসরুম পদ্ধতি ছড়িয়ে দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
আপস:……
ডিজিটাল পদ্ধতিতে পাঠদান শহরাঞ্চলের জন্য নতুন ধারণা না হলেও প্রত্যন্ত গ্রামের সরকারি বিদ্যালয়ে একেবারেই নতুন। পাঠ্য বইয়ের সব চরিত্রগুলো কোমলমতি শিশুদের সামনে জীবন্ত হয়ে কথা বলছে। ছোট ছোট শিশুরা সেসব দেখছে বিস্ময়ভরে। এছাড়াও শ্রেণীকক্ষের দেয়াল জুড়ে মানচিত্র, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণিত, জ্যমিতি, পদার্থবিদ্যাসহ বিভিন্ন শিক্ষণীয় বিষয়ে রঙ্গিন সাজে সজ্জিত। নতুন সাজের এ ক্লাসরুমে কার্টুন দেখে দেখে ক্লাস করে আনন্দিত শিশু শিক্ষার্থীরা।
ভক্সপপ: শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আকর্ষণীয়ভাবে পাঠদান করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষকরাও। তারা বলছেন, এর ফলে শিক্ষার্থীদের শিক্ষণ স্থায়ী হচ্ছে।
সট: ফারজানা আক্তার, শিক্ষিকা।
স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্মার্ট ক্লাসরুমের যাত্রা শুরু হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সট: শ্যামল চন্দ্র বসাক, ইউএনও, আশুগঞ্জ।
স্মার্ট ক্লাসরুমের আইডিয়া সফল হলে তা জেলার প্রতিটি সরকারি বিদ্যালয়ে ছড়িয়ে দেয়ার কথা জানালেন জেলা প্রশাসক।
সট: হাবিবুর রহমান, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া।
প্রাথমিক পর্যায়ে আশুগঞ্জের ১৬টি বিদ্যালয়ের একটি করে শ্রেণী কক্ষকে স্মার্ট ক্লাস রুমে রুপান্তরিত করা হয়েছে।
আপস:……
মনিরুজ্জামান পলাশ, এসএটিভি, ব্রাহ্মণবাড়িয়া।