ব্রাহ্মণবাড়িয়ার ৯৫ শতাংশ ডেঙ্গু রোগী জেলার বাইরে গিয়ে আক্রান্ত
- আপডেট সময় : ০১:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৮২৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার ডেঙ্গু রোগীদের ৯৫ শতাংশই জেলার বাইরে গিয়ে আক্রান্ত হয়েছেন। রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা দেখা দিয়েছে। ফলে বাইরে থেকে রোগীদের নিজ খরচে কিনতে হচ্ছে। এছাড়াও চিকিৎসকদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ অনেক রোগীর।
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৫ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬৭ জন ভর্তি আছে। সদর হাসপাতালে ২৩ জনের চিকিৎসা চলছেমেডিসিন ওয়ার্ডে। আক্রান্তদের মধ্যে সববয়সী মানুষ রয়েছে।
রোগী ও স্বজনরা বলছে, ৯৫ শতাংশ রোগীদের আক্রান্ত হয়েছে নিজ জেলার বাইরে। বাড়তি রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা। অপ্রতুলতা ডাক্তার ও প্রয়োজনীয় সরঞ্জামের।
রোগীদের অভিযোগ আমলে নেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তা। জনসচেতনতা তৈরীতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন সিভিল সার্জন।
জেলায় আক্রান্তের সংখ্যা ১৮৯, এখন পর্যন্ত কারো মৃত্যুর তথ্য নেই।