ব্রাহ্মণবাড়িয়ার এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আতিকুর রহমান সুমন নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে সাভারে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গ্রামের বাজারে ফার্নিচারের ব্যবসা করে সুমন। ওই গ্রামেই কয়েক বছর ধরে ভাড়া থাকতেন তিনি। গত রাতে সেহরি খেয়ে ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাভারে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে একটি ফুড কারখানার ভেতরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পায় শ্রমিকরা। স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে আড়ার সাথে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।