ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন বাড়ছে লিচুর আবাদ
- আপডেট সময় : ০৬:১০:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন বাড়ছে লিচুর আবাদ। তবে, ফলন ভালো হলেও খরায় লিচুর আকার ছোট হওয়ায় আশানুরূপ দাম পাচ্ছেনা কৃষক। বাগান মালিকদের কারিগরি সহযোগিতাসহ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে জেলায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকার লিচু উৎপাদিত হবে বলে আশা করছে তারা।
২০০১ থেকেই ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যিকভাবে লিচু চাষ শুরু হয়। সীমান্তের তিন উপজেলার মধ্যে বিজয়নগরেই আবাদের পরিমাণ সবচেয়ে বেশি। চলতি মৌসুমে অন্তত পাঁচ’শ ১০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৫’শ৩০ মেট্রিক টন। উৎপাদিত লিচুর মধ্যে পাটনাই, চায়না-৩ ও বোম্বাই উল্লেখযোগ্য।
ইতোমধ্যে পাটনাই জাতের লিচু সংগ্রহ শুরু হয়েছে। গুনগত মান ভালো ও বিষমুক্ত হওয়ায় এখানকার লিচুর কদর দিন দিন বাড়ছে। প্রতি হাজার লিচু বাগান থেকে প্রকারভেদে দেড় হাজার/আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে, খরার কারনে লিচুর আকার ছোট হওয়ায় আশানুরূপ দাম পাচ্ছেনা কৃষক।
তবে, স্বাদে ও মানে ভালো হওয়ায় দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসছে।ব্যয়বহুল হওয়ায় অনেক বাগান সেচের আওতায় আনা সম্ভব হয়নি বলে জানায়, কৃষি বিভাগ। ছোট-বড় মিলিয়ে জেলায় ৪২০টি লিচু বাগান রয়েছে।