ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় ৪ জনকে ফাঁসির আদেশ
- আপডেট সময় : ০৯:০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
- / ১৬৪২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী আব্দুল হান্নান বাহার হত্যা মামলায় ৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সফিউল আজম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. নুরু মিয়া, কাদির হোসেন, জিয়াউল হক ও লোকমান। এদের মধ্যে জিয়াউল হক রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন, বাকি আসামিরা পলাতক রয়েছেন। পুলিশ জানায়, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল হান্নান বাহার ঢাকার চকবাজারে কসমেটিক ও ইমিটেশনের ব্যবসা করতেন। গত ২০১৪ সালের ৪ আগস্ট দুপুরে বাহার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা এলাকায় পাইকার লোকমান খানের কাছে বকেয়া আদায় করতে যান। বাহারকে তার পাওনা টাকা পরিশোধ করবেন বলে বাঙ্গরা বাজারে ডেকে নেন লোকমান। ৬ আগস্ট রাতে আসামিরা বাহারকে নির্যাতন শেষে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ফেলে দেয়।এরপর ৮ আগস্ট বিকেলে নদী থেকে বাহারের মরদেহ উদ্ধার করে পুলিশ।