ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর আকার কিছুটা ছোট হলেও সার্বিক ফলন ভালো
- আপডেট সময় : ০২:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
চলতি মৌসুমে সময়মতো বৃষ্টির অভাবে ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর আকার কিছুটা ছোট হলেও, সার্বিক ফলন ভালো। কৃষি বিভাগ বলছে, এবার ২ হাজার ৭শ ৫০ মেট্রিক টন লিচু উৎপাদন হবে; যার বাজার মূল্য ২৯ কোটি টাকা। পরিচর্যার ঝামেলা না থাকায় এবং লাভজনক হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে লিচুর আবাদ। বাড়ছে লিচু বাগানের সংখ্যা।
ভোরের আলো তখনও ফোটেনি। মাথায় ও কাঁধে করে লিচুর ঝুড়ি নিয়ে হাজির লিচু বাগানিরা। রং বেরং এর লিচুতে সয়লাব ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় লিচুর হাট বিজয়নগরের আওলিয়া বাজার। মূল সড়কেই বসে এ হাট। ট্রাক-মিনি পিকআপ-সিএনজি নিয়ে হাজির দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা। চলছে ধুম বেঁচাকেনা। প্রতিদিন ৩০ থেকে ৪০ লাখ টাকার বেচাকেনা হচ্ছে।
এবার সার্বিক ফলন ভালো হলেও, যথা সময়ে বৃষ্টি না হওয়ায় লিচুর আকার কিছুটা ছোট। ইতিমধ্যে পাটনাই ও বোম্বাই জাতের লিচু বিক্রি শুরু হয়েছে। আকার ভেদে প্রতি হাজার পাটনাই লিচু এক থেকে দুই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। আর বোম্বাই লিচু ২৫শ থেকে ৩ হাজার টাকা।ফলন ও বাজারদর ভালো হওয়ায় খুশী চাষীরা।
অন্য এলাকার তুলনায় ব্রাহ্মণবাড়িয়ার লিচু সস্তা। তাই দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসেন লিচু কিনতে।
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় ২৯ কোটি টাকার লিচু উৎপাদিত হবে।
প্রতি বছর জেলায় বাড়ছে লিচুর আবাদ। বিজয়নগর, কসবা ও আখাউড়ায় ছোট-বড় মিলিয়ে ১৩ শতাধিক লিচু বাগান রয়েছে। । বর্তমানে সেখানে চায়না-২ ও থ্রি জাতের লিচুর সংগ্রহের প্রস্তুতি চলছে।