ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তান্ডবের ১ বছর পূর্ণ
- আপডেট সময় : ০৬:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
২০২১ সালের ২৬,২৭ ও ২৮শে মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তান্ডবের বছর ঘুরে এলেও মুছে যায়নি এখনো ক্ষতচিহ্ন। এ ঘটনায় ৪৫-৫০ হাজার লোককে আসামী করে দায়ের হওয়া ৫৫টি মামলার তদন্ত এখনো শেষ হয়নি। মামলার তদন্ত ও ভবিষ্যত নিয়ে শঙ্কিত খোদ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তাণ্ডবের একবছর বর্ষ পূর্ণ হলো আজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে সহিংসতায় ওই অঞ্চলের বহু অফিস ও ভবনে ব্যাপক ক্ষতি হয়।
তাণ্ডবের দায়ে করা মামলাগুলোর কোনটিতে হেফাজতের জেলার শীর্ষ নেতাদের কাউকে আসামী করা হয়নি। তবে বাদীদের শঙ্কা প্রকাশ করার কোন সুযোগ নেই বলেও মনে করেন এই কর্মকর্তা।
হামলার নেপথ্যের মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। মন্তব্য করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক।
বিচারহীনতার সংস্কৃতির চর্চায় বারবার এমন হামলা হচ্ছে বলে মনে করেন এই সমাজকর্মী।
২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারী অফিস, সংগঠনের কার্যালয়ে নির্বিচারে হামলা-ভাঙ্গচুরের পর আগুন দেয় হেফাজতের কমীরা। তান্ডবের ৩ দিনে অচল করে দেয়া হয় স্থানীয় রেলস্টেশন। আগুন ও ভাঙ্গচুরে ক্ষতিগ্রস্থ পৌর ভবন পরিত্যক্ত ঘোষনা করা হয়। হামলা থেকে বাদ পড়েনি পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, ডাকবাংলো, সার্কিট হাউজ ও প্রেস ক্লাব।