ব্রাহ্মণবাড়িয়া ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশার চাপায় কামরুল হাসান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজি তাদের চাপা দেয়। এতে ছিটকে পড়ে কামরুলের মাথায় গুরুতর আঘাত লাগে ও অপরজন আহত হয়।
ঝালকাঠিতে ট্রাকচাপায় মটরসাইকেল আরোহী এক বেসরকারী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বিকেলে নিহত হিমু ও মটরসাইকেল চালক রানা তালুকদার রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। হিমুর মাথার উপর ট্রাকের চাকা যাওয়ায় মাথা থেতলে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।