ব্রিকস বিষয়ে জাপানের সাথে বাণিজ্যিক সম্পর্কে কোন ভাটা পড়বে না : বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ১২:৫৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ১৬৮০ বার পড়া হয়েছে
ব্রিকসে বাংলাদেশ যোগ দিক বা না-দিক; তাতে জাপানের সাথে বাণিজ্যিক সম্পর্কে কোন ভাটা পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানীর একটি হোটেলে “আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক ও শিল্পের প্রসার” নিয়ে আয়োজিত সেমিনারে এ কথা জানান তিনি। অনুষ্ঠানে জাপানের অর্থ-বাণিজ্য ও শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে জাপান।
আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক ও শিল্পের উন্নয়ন কেমন হবে তা তুলে ধরা হলো ঢাকায় আয়োজিত এই সেমিনারে।
অনুষ্ঠানে জাপানের অর্থ-বাণিজ্য ও শিল্পমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
সেমিনারে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, জাপান হচ্ছে বাংলাদেশের জন্য উন্নয়নের রোল মডেল। এদেশের অর্থনৈতিক উন্নয়নে আগামীতেও জাপানকে পাশে চান তিনি।
পরে জাপানের শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেন, মধ্য-আয়ে উঠলেও দু’দেশের বাণিজ্যে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে; সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুনশি আরো বলেন, লোকবলের অভাবে মজুতদারদের ধরে শাস্তির আওতায় আনা যাচ্ছে না।