ব্রিটিশ বাংলাদেশীদের ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসার জন্য ব্রিটিশ বাংলাদেশীদের ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় বরিস এ কথা বলেন। এসময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষ করেন জয় বাংলা স্লোগানে। ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে আগামী ৫০ বছরের বন্ধুত্ব টিকে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
‘বুস্টার ডোজ’ নিতে অনলাইনের মাধ্যমে আবেদন করার অনুরোধ জানান দেশটির প্রধানমন্ত্রী।
বক্তব্যের শেষে তিনি জয় বাংলা স্লোগান দেন। এদিকে, যুক্তরাজ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ব্রেক্সিট মন্ত্রী লর্ড ফ্রস্ট। তিনি ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার ব্রেক্সিট চুক্তি ও উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল নিয়ে যুক্তরাজ্যের আলোচনার নেতৃত্ব দিচ্ছিলেন।