ব্রুনাই সুলতানের সফরে ৩ চুক্তি-সমঝোতা স্মারক সই হবে
- আপডেট সময় : ০৯:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ- ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার ঢাকা সফরে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আরো জানান, রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের ভোট কোনদিকে যাবে, তা জনসম্মুখে বলতে চায় না সরকার। বিদেশী কূটনীতিকদের শিষ্টাচার মেনে নির্বাচন নিয়ে মন্তব্যের পরামর্শ দেন ড. মোমেন।
আগামী ১৫ অক্টোবর ঢাকা সফরে আসছেন ব্রুনাই এর সুলতান হাসানাল বলকিয়াহ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সুলতানের সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
জ্বালানি সহযোগিতা নিয়ে ব্রুনাই ও ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
সমঝোতার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চায় বাংলাদেশ বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
নির্বাচন ইসুতে বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার মেনে মন্তব্য করার আহ্বান জানান ড. এ কে আব্দুল মোমেন।