বড় জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ
- আপডেট সময় : ১২:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বড় জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শ্রীলংকাকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছে মারিয়া মান্ডার দল। এই টুর্নামেন্টে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়।
শ্রীলংকা হারলে কোন সমীকরণ ছাড়াই ফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ। এমন ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক মারিয়া মান্ডার দল। সাফল্যও আসে দ্রুত। ম্যাচের ২ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন স্বপ্না রানী। ৭ মিনিটে ব্যবধান বাড়ান ঋতুপর্ণা চাকমা। ১৬ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন শাহেদা আক্তার রিপা।
আর ৪২ মিনিটে ঋতুপর্ণা চকমার জোড়া গোলে ৪-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও পরিণত বাংলাদেশ, প্রতিপক্ষের জালে দিয়ে ৮ গোল। হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদ আক্তার রিপা। বাকি গোলগুলো করেছেন আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী। বুধবার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে, দিনের প্রথম ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।