ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি বান্দরবান পাবলিক লাইব্রেরির
- আপডেট সময় : ০৪:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
পার্বত্য এলাকায় স্মরণকালের ভয়াবহ বন্যায় এবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বান্দরবন সরকারী পাবলিক লাইব্রেরির। বন্যার পানিতে ভিজে নষ্ট হয়েছে গ্রন্থাগারের ৩৪ হাজার দুষ্প্রাপ্য ও দামী বইপত্র। কর্তৃপক্ষের পূর্ব-প্রস্তুতি না থাকায় ধ্বংস হয়ে গেছে বহু বছরের পুরনো ইতিহাস সম্বলিত মূল্যবান গ্রন্থ, ম্যাগাজিন ও পত্রিকা।
বান্দরবন শহরের নোয়াপাড়ায় অবস্থিত জেলার একমাত্র সরকারী পাবলিক লাইব্রেরিটি। দেশী-বিদেশী মূল্যবান বিভিন্ন প্রাচীন ও ইতিহাসের বই এবং পত্রিকার সংগ্রহে সমৃদ্ধ ছিল লাইব্রেরিটি। গত ৭ আগস্ট বন্যার পানিতে তলিয়ে যায় গ্রন্থাগারটি। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় এবং পূর্ব-প্রস্তুতি না থাকায় সরানো যায়নি কোন কিছুই। এতে লাইব্রেরীর আসবাবপত্র ও কম্পিউটারসহ সব বই ভিজে নষ্ট হয়ে যায়। সেই সাথে নষ্ট হয়ে যায় আর্কাইভে থাকা বহু বছরের পুরনো ইতিহাস সম্বলিত মূল্যবান বই, ম্যাগাজিন ও পত্রিকা।
ক্ষতিগ্রস্থ আর্কাইভের ইতিহাস সম্বলিত মূল্যবান বই ও পত্রিকাগুলো উদ্ধারের চেষ্টাসহ দ্রুত নতুন বই সংগ্রহের কাজ চলছে বলে জানান গণগ্রন্থাগারের উপ-পরিচালক। ভবিষ্যতে ক্ষয়ক্ষতি এড়াতে ভবনের উর্ধমুখী সম্প্রসারণ ও গণগ্রন্থাগারের পূনর্বাসনের কথা জানালেন জেলা প্রশাসক।
১৯৮২ সালে বান্দরবনে স্থাপিত জেলার একমাত্র সরকারি গণগ্রন্থাগারে প্রতিদিন বই পড়তে আসে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য বইপ্রেমী মানুষ।