ভরা মৌসুমেও রাজধানীর বাজারে সবজির দাম চড়া
- আপডেট সময় : ০৩:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
ভরা মৌসুমেও রাজধানীর বাজারে সবজির দাম চড়া । বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, শীত ও কুয়াশায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আরেক দফা বেড়েছে রসুন ও আদার দাম। মোটা চালের দাম কিছুটা কমলেও কেজি প্রতি ৪ টাকা বেড়েছে সরু চাল। ছুটির দিনে বাজারে গিয়ে হিমশিম অবস্থা ক্রেতাদের।
নিত্যপণ্যের অস্বাভাবিক দামে নাভিশ্বাস অবস্থা মানুষের। চাল, ডাল, ডিম, চিনি ও তেলসহ প্রায় প্রতিটি প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম এখন আকাশচুম্বী।
শীতের সবজিতে এ সপ্তাহেও ফেরেনি স্বস্তি। শুধু মূলা ও পেঁপের দাম কিছুটা কম। ভরা মৌসুমে বাকী সব পদের সবজির দামই চড়া।
এ নিয়ে ক্রেতাদের অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও দোকান ভাড়া, সরবরাহ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়াকে দুষছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা।
এমন অস্বস্তি মুদি বাজারেও। কোনো সুখবর নেই ক্রেতাদের জন্য। বরং বাজারে আরেক দফা বেড়েছে আদা, রসুন ও ডালের দাম।
চাল ব্যবসায়ীরা বলছেন, নতুন করে মোটা চালের দাম না বাড়লেও এক সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে সরু চালের দাম।সরবরাহ ঠিকঠাক থাকলেও ইলিশসহ সব ধরণের মাছ বাড়তি দরে বিক্রি হচ্ছে। ফলে ক্ষোভ নিয়েই বাজার সারছেন।
গরু ও মুরগীর মাংসের দাম রয়েছে অপরিবর্তিত।