ভরা মৌসুমে খুলনা থেকে বন্ধ হয়ে গেছে কাঁচা পাট রপ্তানি
- আপডেট সময় : ০৫:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাবে ভরা মৌসুমে খুলনা থেকে বন্ধ হয়ে গেছে কাঁচা পাট রপ্তানি। গেলো ডিসেম্বরেই বন্ধ হয় খুলনা থেকে চীনে কাঁচা পাট রপ্তানি। ভারত, পাকিস্তান ও ভিয়েতনামে রপ্তানি বন্ধ হয়েছে গেলো মাসে। ফলে নগরীর বিভিন্ন এলাকার ২৫টি পাটের গোডাউনের অধিকাংশই বন্ধ। বিপাকে পড়েছেন কাঁচা পাট রপ্তানিকারকরা।
দেশ থেকে প্রতি বছর দেড় থেকে দুই হাজার কোটি টাকার কাঁচাপাট রপ্তানি হয়। কিন্তু ২০১৮ সালের জানুয়ারীতে সাময়িকভাবে কাঁচাপাট রপ্তানি বন্ধ করে দেয় সরকার। ১৮ মাস বন্ধ থাকার পর, ২০১৯ সালে আবারও চালু হয়। এতে আর্থিক ক্ষতির বৃত্ত থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখতে শুরু করেন এই শিল্প সংশ্লিষ্টরা।
বিশ্বে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে বন্ধ হয়ে গেছে কাঁচাপাট রপ্তানি। ফলে আবারও আর্থিক ক্ষতি ও বিশ্ববাজার হারানোর শঙ্কায় রপ্তানিকারকরা।
বর্তমান বিশ্ব বাণিজ্য মন্দা পরিস্থিতিতে কাঁচাপাট রপ্তানি খাতকে বাঁচিয়ে রাখতে ব্যাংক ঋণের সুদ মওকুফ ও সরকারী সহায়াতা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা।
২০১৭ সালে প্রধানমন্ত্রী কাঁচা পাটকে কৃষিপণ্য ঘোষণা করলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা আজও বাস্তবায়িত হয়নি। তাই বর্তমান পরিস্থিতিতে কাঁচাপাটকে কৃষি পণ্য ঘোষনার বাস্তবায়ন ও রপ্তানিতে প্রনোদানা প্রদান জরুরী বলেই মনে করেন রপ্তানিকারকরা।