ভর্তি সংকটে এসএসসি ছাত্রছাত্রী
- আপডেট সময় : ০৬:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-ফাইভ পেয়েও পছন্দের কলেজে ভর্তি হতে পারছে না সারাদেশের ১২ হাজার শিক্ষার্থী। আসন সংকট না থাকলেও ভর্তি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন ছাত্রছাত্রীরা। আর, প্রত্যাশিত কলেজে নাম না আসায়–সন্তানের ভবিষ্যত নিয়ে দু:শ্চিন্তায় অভিভাবক। এমন পরিস্থিতিতে, কলেজগুলোর শিক্ষার মান বাড়ানোর বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা।
আরিফুল হাসান, এবারের এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল করার পরেও পছন্দের কোন কলেজের ভর্তি তালিকায় নাম আসেনি তার। হাসিবুলের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকের কপালে এখন দুঃচিন্তার ভাঁজ!
শুধু আরিফুল নন, তার মতো পছন্দের কলেজ থেকে বঞ্চিত আরো ১২ হাজার ১৬০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ছাত্রছাত্রী। ভালো ফলাফল করা শিক্ষার্থীদের অধিকাংশরই পছন্দ নির্দিষ্ট কিছু কলেজ। কিন্তু আসন সংখ্যা সীমিত হওয়ায় সৃষ্টি হয়েছে বিপত্তি।
বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর হিসেবে, সারাদেশে সাড়ে ৪ হাজারেরও বেশি ভর্তিযোগ্য কলেজ রয়েছে, যার আসন সংখ্যা ২৫ লক্ষ ৩০ হাজারেরও বেশি। চাহিদার তুলনায় আসন সংখ্যা বেশি থাকলেও ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপেই পছন্দের কলেজে ভর্তি হতে পারেনি ১ লাখ ১৯ হাজার শিক্ষার্থী।
সারাদেশে ভর্তিযোগ্য পর্যাপ্ত কলেজ থাকলেও মানসম্পন্ন কলেজ সংকটে ভর্তি প্রক্রিয়ায় দেখা দিয়েছে বড় বিপত্তি, বাড়ছে বিড়ম্বণা। দিনদিন বাড়তে থাকা এই সংকট সমাধানে কি ভাবছে কর্তারা।
পর্যাপ্ত যাচাই-বাছাই ছাড়াই কলেজের অনুমোদন দেয়ার পাশাপাশি শিক্ষার মান বাড়াতে কার্যকর পদেক্ষপ না নেয়াকেই দুষছেন বিশেষজ্ঞরা।
শিক্ষার মান উন্নয়নে সরকারের পাশাপাশি ও বেসরকারী পর্যায়েও উদ্যোগ নেয়ার পরামর্শ শিক্ষানুরাগীদের।