ভলিবল থেকে ক্রিকেটে আসার গল্পটা ভিন্ন রকম ছিলো এবাদতের
- আপডেট সময় : ০২:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ভলিবল থেকে ক্রিকেটে আসার গল্পটা ভিন্ন রকম ছিলো মঙ্গানুই টেস্টের নায়ক এবাদত হোসেনের। এ ঐতিহাসিক জয় পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হিসেবে রেখে যেতে চান ম্যাচসেরা এবাদত। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয় ভুলে যেতে চান অধিনায়ক মমিনুল হক। তার ভাবনায় এখন শুধুই সিরিজের পরের ম্যাচ। আর তাসকিন আহমেদ বলেছেন শতভাগে চেয়ে বেশি কিছু দিয়ে জয় ছিনিয়ে এনেছেন।
বাংলাদেশের আকাশে তখনও সুর্য উঁকি দেয়নি। আড়মোড়ায় সে সময় হয়তো ঘুম ভেঙেছে অনেক টাইগার ভক্তের। এরই মধ্যে ইতিহাস রচনা আর অনেক অর্জনের সাক্ষী লাল সবুজের বাংলাদেশ। শীতের সকালকে উষ্ণতায় রাঙিয়েছেন টাইগাররা। এমন ভোর আর আসেনি বাংলাদেশের ক্রিকেটে। কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় এত বড় জয়ে উল্লাসিত মমিনুল বাহিনীর। প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের হারানোর বাঁধ ভাঙা আনন্দ।
এক যুগ পর এশিয়ার ও সব মিলিয়ে পাঁচ বছর পর প্রথম দল হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়। আহত বাঘের ভয়ঙ্কর রূপ হাড়ে হাড়ে টের পেয়েছে ব্ল্যাকক্যাপসরা।
অবশ্য ঐতিহাসিক এই অর্জন নিয়ে মেতে না থেকে পরের ম্যাচে মনোযোগ দিতে চান টাইগার কাণ্ডারী মমিনুল। সিরিজ জয় নিশ্চিত করতে চান।
মঙ্গানুই টেস্ট জয়ের নায়ক বিমানবাহিনীর সাবেক কর্মী ২২ গজের ক্রিজকে বানালেন মহাকাশ। মাতৃভূমিকে জয়ের স্বাদ দিতে লড়েছেন নিজের মতো করেই। রেখেছেন নিজের প্রতিজ্ঞা।
জয়ে এবাদতের আরেক সহযোদ্ধা তাসকিন আহমেদ। উচ্ছ্বসিত দেশের ঐতিহাসিক অর্জনে।
টানা পাঁচদিন প্রতিপক্ষের উপর ছড়ি ঘুরিয়ে কবে টেস্ট জিতেছে বাংলাদেশ… মনে করতে সময় লাগবে অনেক। তবে, কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে নেতৃত্ব দেয়া লিটন-এবাদতদের দেখে মনে হয় এই তো শুরু।
সামনে আরও কত অর্জন, কাব্য মহাকাব্য রচনা করবে টাইগারা