ভাইরাসটির ডেল্টা ধরনের বিরুদ্ধে ফাইজার–বায়োএনটেকের ভ্যাকসিনের কার্যকারিতা কম
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ভাইরাসটির ডেল্টা ধরনের বিরুদ্ধে ফাইজার–বায়োএনটেকের ভ্যাকসিনের কার্যকারিতা কম বলে এক গবেষণার তথ্যে উল্লেখ করা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, করোনাভাইরাসের মূল ধরনের বিরুদ্ধে যে মাত্রায় অ্যান্টিবডি তৈরি হয়, তার তুলনায় ভাইরাসটির ডেল্টা ধরনের বিরুদ্ধে অ্যান্টিবডির মাত্রা পাঁচ ভাগের এক ভাগের কম হয়। বিশ্বখ্যাত ল্যানসেট সাময়িকীতে গবেষণায় এই তথ্য উঠে এসেছে। টিকা গ্রহণের ফলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, তা দেহে করোনাভাইরাস ঢুকলে ওই ভাইরাসকে শনাক্ত করে নিষ্ক্রিয় করে। গবেষণায় দেখা গেছে, টিকাগ্রহীতাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফাইজারের টিকা থেকে তৈরি হওয়া অ্যান্টিবডির এই কার্যক্ষমতা কমতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গেও তার কার্যক্ষমতা কমে যায়। এসব পর্যবেক্ষণ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষায় বুস্টার ডোজ দেয়ার পক্ষের যুক্তিকে জোরালো করছে।