ভারতকে অক্সিজেন কনসেনট্রেটর ভেন্টিলেটর ও করোনা চিকিৎসা সরঞ্জাম দিয়েছে রাশিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ভারতকে অক্সিজেন কনসেনট্রেটর ও ভেন্টিলেটরসহ বেশকিছু করোনা চিকিৎসা সরঞ্জাম দিয়েছে রাশিয়া।
সকালে এসব সরঞ্জাম নিয়ে মস্কো থেকে দুটি বিমান ভারতের দিল্লি বিমানবন্দরে পৌঁছায়। ভারতের গণমাধ্যমগুলো জানায়, রাশিয়া ২০টি অক্সিজেন কনসেনট্রেটর, ৭৫টি ভেন্টিলেটর, ১৫০টি বেডসাইড মনিটর ও ওষুধ পাঠিয়েছে। এর আগে বুধবার রাশান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু ও শনাক্তের অতীতের সব রেকর্ড ভেঙেছে। একদিনে দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। আর মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন। এ নিয়ে ভারতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪ হাজার ৭৩২। বৃহস্পতিবার সকালে দেশটির কেন্দ্রীয় সরকার প্রচারিত স্বাস্থ্য বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে ।