ভারতীয় “রুপির যুগে” প্রবেশ করলো বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:৩৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ১৭০১ বার পড়া হয়েছে
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সহজ করতে রুপিতে লেনদেন শুরু করেছে বাংলাদেশ । এর মধ্যদিয়ে “রুপির যুগে” প্রবেশ করলো ঢাকা।এখন থেকে দ্বিপক্ষীয় লেনদেনে রুপির ব্যবহার করতে পারবেন দুই দেশের ব্যবসায়ীরা।এতে মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতাও কমবে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সোনালী ও বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংক রুপিতে বাণিজ্য লেনদেনের নিষ্পত্তি করবে।
রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্যাংক ও ঢাকায় ভারতীয় দূতাবাসের যৌথ আয়োজনে আনুষ্ঠানিকভাবে চালু হলো ভারতীয় রুপির লেনদেন।
রপ্তানি বৃদ্ধির ও বাণিজ্য খরচ কমে আসার পাশাপাশি ডলার নির্ভরতাও কিছুটা কমে আসবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান,দু দেশের বাণিজ্যিক অগ্রগতির পাশাপাশি পারস্পরিক অঙ্গীকারের নিদর্শন এ বানিজ্যিক লেনদেন।
বাংলাদেশের প্রথম কোম্পানি হিসেবে তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ ১৬ মিলিয়ন ও ভারতীয় প্রথম রপ্তানিকারক প্রতিষ্ঠান নিতা কোম্পানি লিমিটেড ১২ মিলিয়ন রুপির এলসিতে চালু হলো এ কার্যক্রম।