ভারতীয় করোনা ভেরিয়েন্ট প্রতিরোধে মোংলা পোর্ট ও বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম সাত দিন বন্ধ
- আপডেট সময় : ০৮:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ভারতীয় করোনা ভেরিয়েন্ট সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটের মোংলা পোর্ট ও পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম সাত দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাগেরহাটের মোংলা পোর্ট পৌর শহরে সাতদফা বিশেষ বিধি-নিষেধ আরোপ করেছে উপজেলা প্রশাসন। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা সংক্রমণ বাড়তে থাকায় উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পৌর এলাকায় বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ ভঙ্গ করলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে যেন সংক্রমন ছড়াতে না পারে এজন্য সকলকে বিধি নিষেধ পালনেরও আহ্বান জানান তিনি।
দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমণের আতঙ্কে ৩ জুন পর্যন্ত পন্য আমদানি বন্ধ ঘোষণা করছে ব্যবসায়ীরা। বাংলাবান্ধাসহ পুরো তেঁতুলিয়া উপজেলা তিন দিকে ভারত সীমান্ত থাকায় করোনা ও ব্লাক ফাঙ্গাস ঝুঁকি বিবেচনায় স্থানীয় ও উপজেলাবাসীর সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।