ভারতীয় সমর্থকের বিশ্বকাপে যাওয়ার আবেদন বাতিল করে দিয়েছে কাতার
- আপডেট সময় : ০৫:১৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বাদ পড়ছে ভারতসহ পাঁচ দেশ। তাদের স্থলাভিষিক্ত হচ্ছে ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড।
বৃহস্পতিবার সাধারণ পরিষদে জাতিসংঘের সদস্য দেশগুলোর ভোটে নতুন এ পাঁচ দেশ নির্বাচিত হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে দেশগুলো। ভারত ছাড়াও বাদ পড়েছে আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো ও নরওয়ে। জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচ দেশ, বাকি ১০ দেশ অস্থায়ী সদস্য। ভৌগলিক অবস্থানের ভিত্তিতে দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। তবে, এক্ষেত্রে দেশগুলোর সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন।
এদিকে, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সারাবিশ্বের মুসলিমদের তোপের মুখে পড়েছে উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকার। সেই অবমাননার জের পড়েছে বিশ্বকাপেও। ফুটবলপ্রেমী ভারতীয়রা উপস্থিত হয়ে খেলা দেখতে পারবে না।
ভারতীয় সমর্থকের বিশ্বকাপে যাওয়ার আবেদন বাতিল করে দিয়েছে বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। ইমেইলে সেই ভারতীয় সমর্থককে জানিয়ে দেয়া হয়, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে কাতার সরকার কিছু দেশের সমর্থকদের প্রবেশের আবেদন খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বিজেপির মুখপাত্র নুপূর শর্মা এক টিভি বিতর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননামূলক মন্তব্য করেন। তারপরেই সেই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে ভারতের বৈদেশিক নীতিতে। মধ্যপ্রাচ্যসহ অন্যান্য ইসলামিক দেশের পক্ষে সেই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। এমনকি ভারতীয় পণ্য বয়কটের আহ্বানও জানানো হয় কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ ওআইসিভুক্ত দেশগুলোতে। ইসলামিক দেশগুলো নুপূর শর্মাকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে।