ভারতের অন্ধ্র প্রদেশে ভারী বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় ১৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৮:৩৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ভারতের অন্ধ্র প্রদেশে ভারী বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় ১৭ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। তীর্থস্থান তিরুপতিতে পানিবন্দী রয়েছেন কয়েকশ পুণ্যার্থী। ভারতীয় বিমানবাহিনী, এসডিআরএফ ও দমকলের কর্মীরা সম্মিলিতভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন।তিরুপতির উপকণ্ঠে স্বর্ণমুখী নদীর পানি স্থলভাগে ঢুকে পড়েছে।
এ ছাড়া ওই এলাকার জলাধারগুলোও বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। অন্ধ্র প্রদেশ রাজ্য সরকারের মালিকানাধীন তিনটি বাস বন্যার পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে জাতীয় ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কয়েকটি দল ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। পুরোদমে চলছে উদ্ধার তৎপরতা।বন্যার কারণে সবচেয়ে বিপর্যয়ে পড়েছে অন্ধ্র প্রদেশের রয়ালাসিমা অঞ্চল। এ ছাড়া চিত্তুর, কাড়াপা, কুরনুল ও অনন্তপুরম জেলার মানুষও বন্যার কবলে পড়েছেন। বিভিন্ন জায়গায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় অচল হয়ে পড়েছে জনজীবন। কিছু কিছু জায়গায় সড়ক পানিতে তলিয়ে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে সড়কে থাকা কিছু গাড়ি। গতকাল শুক্রবার ফ্লাইট চলাচলের জন্য তিরুপতি আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেয়া হয়েছে।তবে তীর্থস্থান তিরুমালা পাহাড়ের দিকে যাওয়ার দুটি সড়ক এখনো বন্ধ রাখা হয়েছে। তিরুমালা থেকে আলিপিরি যাওয়ার সিঁড়িপথটি বন্যা ও ভূমিধসে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাতে ওই পাহাড়ে ওঠা পুণ্যার্থীরা সেখানে আটকে পড়েছেন।