ভারতের আসাম এবং মেঘালয়ে বন্যা পরিস্থিতির অবনতি
- আপডেট সময় : ০৩:৩২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ভারতের আসাম এবং মেঘালয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজ্য দুটির ভেতর দিয়ে প্রবাহিত প্রতিটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত। খবর মিলেছে ভূমিধসেরও। বন্যায় গত দুইদিনে আসামে ৫৫ এবং মেঘালয়ে মারা গেছেন ১৯ জন মারা।
ভারতীয় গণমাধ্যম জানায়, আসামে ২৮ জেলার অন্তত ১৯ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর পানি অনেক এলাকায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসন। আসামের গুয়াহাটিতে তৃতীয় দিনের মতো জলাবদ্ধতার কারণে বেশিরভাগ অংশ স্থবির হয়ে পড়েছে। শহরে বেশ কয়েকটি ভূমিধসের খবরও পাওয়া গেছে।ন্যশনাল হাইওয়ে ৬-এ বন্ধ রয়েছে ভারী যানবাহন। মেঘালয়ের চেরাপুঞ্জিতে গতকাল সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৯৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ১৯৯৫ সালের জুন মাসের পর সর্বোচ্চ এবং ১২২ বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।