ভারতের উপহার হিসেবে ২০টি ব্রডগেজ ডিজেল রেলইঞ্জিন পেলো বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
ভারতের উপহার হিসেবে মোট ২০টি ব্রডগেজ ডিজেল রেলইঞ্জিন পেলো বাংলাদেশ। বিকেলে রেলওয়ে ভবনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি যুক্ত হয়ে গেদে-দর্শনা ইন্টারচেঞ্জ পয়েন্টে আনুষ্ঠানিক ভাবে এ রেলইঞ্জিন উদ্বোধন করেন।
ভার্চুয়াল উদ্বোধন শেষে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন,রেলওয়ের মাধ্যমে যাত্রী ও পণ্যচাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।দেশের ব্যবস্থায় তা পুরন করা সম্ভব হচ্ছে না।২০ টি লোকোমোটিভের মাধ্যমে তা অনেকটা নিরসন হবে।
দেশে মিটার গেজ রেল ব্যবস্থা বেশী হলেও আগামী তে ব্রডগেজের দিকে যাওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ।এছাড়া কার্বন নিঃস্বরনের ক্ষতি কমাতে ইলেকট্রিক ভেকেল ব্যবস্থা দরকার বলেও জানান মন্ত্রী। অনুদানের মাধ্যমে মিটারগেজ ও ব্রডগেজ মিলে দেশে মোট রেলইঞ্জিন সংখ্যা দাড়াল ৩৩৫ টি