ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তি আজ । ২০১৯ সালের এদিন ভারতের সংবিধান থেকে রাজ্যটিকে বিশেষ মর্যাদা দেয়া ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করা হয় ।
১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকেই কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে ভারত ও পাকিস্তান।অঞ্চলটিতে আধিপত্য বিস্তারে বেশ কয়েকবার যুদ্ধেও জড়ায় দুই দেশ। শেষ পর্যন্ত ভারত পাকিস্তান দুই দেশই কাশ্মীরে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় । ভারতের অংশ জম্মু-কাশ্মীর আর পাকিস্তানের অংশ আজাদ কাশ্মীর হিসেবে পরিচিতি পায় । ১৯৫৪ সাল থেকে জম্মু-কাশ্মীরে স্বায়ত্তশাসন শুরু হয় । বিশেষ মর্যাদা পায় জম্মু-কাশ্মীর । তবে ২০১৯ সালের ৫ই আগস্ট সংবিধানে বিশেষ সংশোধনী এনে সেই মর্যাদা বাতিল করে মোদী সরকার। নতুন আইনে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় ।