ভারতের দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ভারতের দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। শনিবার ভোরে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের কয়েক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।
কলকাতার আলীপুর আবহাওয়া দপ্তর জানায়, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে ৫৩টি দূরপাল্লার ট্রেনের যাত্রা।