ভারতের নাগাল্যান্ডে বিশেষ সন্ত্রাস দমন আইন প্রত্যাহারের প্রস্তাব পাস
- আপডেট সময় : ০৬:১৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নাগাল্যান্ডে বিশেষ সন্ত্রাস দমন আইন প্রত্যাহারের প্রস্তাব পাস
ভারতের নাগাল্যান্ড রাজ্যের বিধানসভা বিশেষ সন্ত্রাস দমন আইন আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট প্রত্যাহারের দাবিতে তোলা প্রস্তাব পাস করেছে।সোমবার সন্ধ্যায় বিধানসভার এক বিশেষ অধিবেশনে প্রস্তাবটি পাস হয়। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও প্রস্তাবটি পেশ করেছিলেন।
চলতি মাসের শুরুর দিকে নাগাল্যান্ডের মোন জেলায় ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন বিশেষ বাহিনীর গুলিতে স্থানীয় ১৪ জন নিহত হন। এরপরই আইনটি প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু হয়। রাজ্য বিজেপিসহ সব দল এ দাবি সমর্থন করে। পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, নাগাল্যান্ডের নাগা সম্প্রদায়ের রাজনৈতিক সমস্যা সমাধানে গোটা উত্তর-পূর্ব ভারত থেকে, বিশেষত নাগাল্যান্ড থেকে আফসপা প্রত্যাহার করতে হবে। প্রস্তাবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে গুলি চালানোর জন্য ক্ষমাপ্রার্থনার দাবিও তোলা হয়। পাশাপাশি মোন জেলার বাসিন্দাদের সরকারকে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।