ভারতের পর নিউজিল্যান্ডকেও হারিয়ে জয়ের ধারায় থাকলো পাকিস্তান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ভারতের পর নিউজিল্যান্ডকেও হারিয়ে জয়ের ধারায় থাকলো পাকিস্তান। ৮ বল হাতে রেখে ৫ উইকেটে কিউইদের বিরুদ্ধে জয় পায় দলটি।
ওপেনিং ব্যাটসম্যান বাবর ও রিজওয়ানের উইকেট তুলে নেয়া কঠিন হবে ব্ল্যাক ক্যাপ বোলারদের জন্য। তবে সাউদির স্লোয়ারে বিভ্রান্ত হয়ে অধিনায়কের উইকেট হারায় পাকিস্তান। রিজওয়ান খান ও ফাখার জামানকে বধ করে সাজঘরে পাঠান ইশ সোধি। মোহাম্মদ হাফিজের আউটের পর দায়িত্ব বর্তায় অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের কাঁধে। টিম সাউদিকে টানা দুই ছয়ে রান-বলের সমীকরণ অনেকটাই সহজ করে ফেলেন আসিফ আলী। এই দুই ব্যাটসম্যান মিলে শেষ করেন ম্যাচ। এর আগে, হারিস রউফের দুর্দান্ত বোলিংয়ে টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।