ভারতের শ্মশানঘাট প্রাঙ্গণের আশ্রয় কেন্দ্রের ছাদ ধসে নিহত ১৯, আহত আরও অন্তত ১৯ জন
- আপডেট সময় : ০২:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ভারতের শ্মশানঘাট প্রাঙ্গণের আশ্রয় কেন্দ্রের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আহত আরও অন্তত ১৯ জন চিকিৎসাধীন। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ।
উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদ জেলায় বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন অন্তত ৪০ জন। ওই সময় আশ্রয় কেন্দ্রের ছাদ ধসে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। ভবনটি যখন ধসে পড়ে তখন শ্মশানে মরদেহ পোড়ানো হচ্ছিল। আশ্রয় নেয়া লোকজন মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন, প্রতিবেশী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। নির্মাতা প্রতিষ্ঠান, কর্মকর্তা কিংবা পৌরসভার কর্মীদের গাফলতিতে এই দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাকি ১৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তার। কারণ, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।