ভারতের সঙ্গে অভিন্ন ৬টি নদীর পানি চুক্তি এখনও চূড়ান্ত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ভারতের সঙ্গে অভিন্ন ৬টি নদীর পানি চুক্তি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
তিস্তা নিয়ে ভারতকে চাপে রাখা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ভারতের প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বেশকিছু সমঝোতা স্মারক সই হবে। তিনি আরো বলেন, দেশের বড় বড় ৬টি নদী নিয়ে কথা চলছে, তিস্তার খসড়া চুক্তির প্রতিটি পাতায় উভয় দেশ সই করে রেখেছে, কিন্তু এখনো বিষয়টি রাজনৈতিকভাবে সম্পূর্ণ হয়নি। সবাই এ ব্যাপারে একমত যে, চুক্তি হবে। কিন্তু তাদের কিছু অসুবিধার কারণে তারা সেটি দিতে পারছে না। বাংলাদেশ সব সময় আশায় বুক বেধে আছে।