ভারতের সাথে সম্পর্কের টানাপড়েন চায় না বাংলাদেশ
- আপডেট সময় : ০২:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ভারতের সাথে সম্পর্কের টানাপড়েন চায় না বাংলাদেশ। আর দ্বি পাক্ষিক সম্পর্কে কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান হবে। জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি জানান, আসছে জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে নবীন-প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগের নেতৃত্ব ঢেলে সাজানো হবে।
আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল সফল করতে দলের শৃংখলা ও স্বেচ্ছসেবক কমিটির সভায় অংশ নেন ওবায়দুল কাদের। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, এবারের জাতীয় কাউন্সিলে স্মরণকালের বেশি সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি থাকবে। আর এতে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। দলের নেতৃত্বকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
নাগরিকত্ব আইনকে ভারতের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে উল্লেখ করেন কাদের। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে সব সময়ই আলোচনার দরজা খোলা থাকে। চলমান মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় ও রাজনৈতিভাবে জমজমাট ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।