ভারতের সিরাম ইন্সটিটিউট থেকে শিগগিরই করোনার ভ্যাকসিন আসছে না : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ভারতের সিরাম ইন্সটিটিউট থেকে শিগগিরই করোনার ভ্যাকসিন আসছে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, টিকা আনার ব্যাপারে চীন, রাশিয়া ও আমেরিকার সাথে যোগাযোগ করছে সরকার। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস- বিসিপিএস প্রাঙ্গণে ভ্যাক্সিন ইস্যুসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে ব্রিফিংকালে একথা জানান তিনি। দেশে অক্সিজেনের অভাব নেই দাবি করে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
মঙ্গলবার সকালে দেশের বর্তমান পরিস্থিতিতে করোনার টিকাসহ সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
হাসপাতালে প্রতিটি সাধারণ করোনা রোগীর জন্য ১৫ হাজার এবং আইসিইউতে থাকা রোগীর জন্য ৫০ হাজার টাকা সরকারের ব্যয় হচ্ছে জানিয়ে তিনি বলেন, সারাবিশ্বেই সংকট থাকলেও টিকা আনার ব্যাপারে সর্বোচ্চ টেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
ভারত থেকে আমদানি না করায় দেশে অক্সিজেন সংকট হবে কিনা এমন প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, বর্তমানে গ্যাস অক্সিজেনের অভাব নেই এবং উৎপাদন ক্ষমতাও অনেক।
এছাড়া দেশে চলমান লকডাউনের কারণে করোনা সংক্রমণের হার অর্ধেকে নেমে এসেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, টিকা নেয়ার পর বিধিনিষেধের প্রতি উদাসীনতায় দ্বিতীয় ঢেউ এসেছে।