ভারতে করোনার ভ্যাকসিন তৈরি হলে অগ্রাধিকার পাবে বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ভারতে করোনার ভ্যাকসিন তৈরি হলে বাংলাদেশ তা কেনায় অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে রোহিঙ্গা ইস্যুতেও কাজ করার কথা জানান তিনি। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, দীর্ঘদিনের অমীমাংসিত অনেক বিষয় নিয়েই ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুপুরে ঢাকার হোটেল সোনারগাঁয় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন তারা।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে মঙ্গবলার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছর ২ মার্চ দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি। তাঁর এই সফরে কুটনৈতিক অঙ্গনে বেশ আশার সঞ্চার হয়। সিলেটে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনা টিকা নিয়ে আলোচনা করতেই ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেছেন।
দুপুরে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। বৈঠক শেষে মাসুদ বিন মোমেন বলেন, ভ্যাকসিনসহ পুরোনো সম্পর্ক ঝালিয়ে নিতেই এই সফর ।
পরে হর্ষবর্ধন শ্রীংলা বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে তারা যথেস্ট গুরুত্ব দিচ্ছেন তাই করোনা ভ্যাকসিন বাংলাদেশ আগেই পাবে।
তিনি আরো বলেন, ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ায় রোহিঙ্গা ইস্যুতেও কাজ করবে।
সম্প্রতি দুই দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে কিছু গণমাধ্যমে যে আপত্তিকর খবর প্রকাশ করা হচ্ছে সে বিষয়েও আলোচনা হয়েছে এবং এসব বন্ধে দুই পররাষ্ট্র সচিব একমত বলেও জানান তারা।