ভারতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২৯ জন করোনা রোগীর মৃত্যু
- আপডেট সময় : ০৯:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ভারতে গত একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২৯ জন করোনা রোগী মারা গেছেন।
একদিনে নতুন করোনা শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৭২০ জনের। এর ফলে ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১২ লাখ ছাড়াল। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ভারতে মোট মৃতের সংখ্যাও প্রায় ৩০ হাজার। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশটিতে এখন চিকিৎসাধীন করেনা রোগীর সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ১৬৭ জন। তবে আক্রান্ত হিসেবে শনাক্ত ১২ লাখের মধ্যে ৭ লাখ ৮২ হাজার রোগী এখন সুস্থ। দেশটিতে আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাডু ও দিল্লি। মার্চে লকডাউন দিয়ে সংক্রমণের রাশ টেনে ধরতে পারলেও জুন থেকে নিষেধাজ্ঞা শিথিল হতে থাকলে ভাইরাসটির বিস্তার আশঙ্কাজনক হারে বেড়েছে। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে কিছু রাজ্য ও শহর আবার লকডাউন সংক্রান্ত বিধিনিষেধগুলো পুনর্বহাল করা হয়েছে। সবশেষ এমনটা করেছে জম্মু ও কাশ্মির।