ভারতে নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ভারতে নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে সিআইডি। ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে সংস্থাটি। এদিকে, ১১ বছর পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জিকুকে গ্রেপ্তার করেছে রেব। আলাদা সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এসএসসি-এইচএসসি পাসে ৪০ হাজার টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন এই প্রতারক চক্রটি।
দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ জানান, গ্রামের সহজ সরল মানুষদের টার্গেট করতো চক্রটি।
এছাড়াও ভারতে নারী পাচার চক্রের চার সদস্যকে গ্রেফতার করে সিআইডি। সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সিআইডি জানায়, পাচার হওয়া নারীদের ভারতে পতিতালয়ে বিক্রি করা হয়।
এদিকে রাজধানীর নবাবপুরের হত্যা মামলায় ১১ বছর পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জিকুকে গ্রেপ্তার করেছে রেব ।
কাওরান বাজার রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রেব ৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে রজব আলী হত্যা করে হয়।
এ হত্যাকান্ডে জড়িত আরো দু’জন জেল হাজতে রয়েছে । বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান, আরিফ মহিউদ্দিন আহমেদ।