ভারতে শনাক্ত হয়েছে ট্রিপল মিউট্যান্ট করোনা
- আপডেট সময় : ০১:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
ভারতে শনাক্ত হয়েছে ট্রিপল মিউট্যান্ট করোনা। প্রায় তিনগুণ শক্তিশালী সংক্রমণ ক্ষমতার অধিকারী এই করোনায় শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। এ কারণে দিল্লি, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের পরিস্থিতি জটিল করে তুলছে। এদিকে, এক বছরে সব রেকর্ড ছাড়িয়ে ভারতে বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ। চারগুণ দ্রুত ছড়িয়ে গেলো ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন।
একদিনে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ২ হাজারের বেশি মানুষ। দৈনিক সংক্রমণের দিক দিয়ে যুক্তরাষ্ট্রকেও ছাপিয়ে গেছে ভারত। ওয়ার্ল্ডওমিটারের বরাত দিয়ে ভারতীয় একটি দৈনিক এ খবর জানিয়েছে। ভারতে দৈনিক করোনা সংক্রমণ ১ থেকে ৩ লাখে পৌঁছাতে মাত্র ১৭ দিন লেগেছে। যেটা আমেরিকার চেয়ে অন্তত চার গুণ বেশি দ্রুত। তবে প্রতি ১০ লাখে আক্রান্তের হিসাবে ভারতের চেয়ে যুক্তরাষ্ট্রের অবস্থা বেশি খারাপ। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটির হাসপাতালগুলোতে বেড খালি নেই, রয়েছে অক্সিজেনের অভাব। হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে দিল্লির হাইকোর্ট। এসময় আদালত সতর্ক করে বলে, হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এতটাই ভয়াবহ, যা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিল্লি হাইকোর্টের।