ভারতে শুরু হয়েছে বিশ্বের বৃহৎ টিকাদান কর্মসূচি
- আপডেট সময় : ০৯:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ভারতে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বৃহৎ টিকাদান কর্মসূচি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচি শুরুর দিন- শনিবারে দেশটির ৩ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হয়। ভারতের সব রাজ্যে একযোগে শুরু হয় এ টিকাদান কর্মসূচি। শনিবার দেশটির ৩ হাজার ৬টি কেন্দ্রে এই কর্মসূচি শুরু করা হয়। এজন্য ২৪ ঘণ্টা তথ্য সেবা দিতে খোলা হয়েছে কল সেন্টার। ভারতীয় দুই প্রতিষ্ঠানে উৎপাদিত করোনার টিকা- কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দিয়ে শুরু হয়েছে এ টিকাদান কর্মসূচি। কোভ্যাক্সিন তৈরি করছে ভারত বায়োটেক, আর কোভিশিল্ডের উৎপাদক সেরাম ইন্সটিটিউট। ভারতের এ দুটি টিকাই দুই ডোজের। এই টিকা স্বাভাবিক ফ্রিজের তাপমাত্রায় সংরক্ষণ করা সম্ভব। সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা এর আগে বলেছিলেন, এ পর্যন্ত যে পাঁচ কোটি ডোজ কোভিশিল্ড টিকা উৎপাদন করা হয়েছে, তার অধিকাংশই ভারতের জন্য। আর ভারত বায়োটেকের চেয়ারম্যান কৃষ্ণা এলা জানান, কোভ্যাক্সিনের ২ কোটি ডোজ প্রস্তুত করা হয়েছে।