করোনা সংক্রমণে বিশ্বরেকর্ড ভারতে

- আপডেট সময় : ০২:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ভারতের করোনা সংক্রমণে বিশ্বরেকর্ড হয়েছে। একদিনে শনাক্ত প্রায় ৮৪ হাজার। এর আগে বিশ্বের কোন দেশে একদিনে এত সংক্রমণ হয়নি। সংক্রমণের রেকর্ডের পাশাপাশি উদ্বেগজনক হারে বেড়েছে মৃতের সংখ্যাও।
লাগামহীনভাবে বাড়ছে ভারতে করোনার সংক্রমণ। বুধবার বিশ্বরেকর্ড গড়ে একদিনে সংক্রমিত হলেন প্রায় ৮৪ হাজার মানুষ।
সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এ তথ্য দেয়। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৮৩ জন। যা গতকালের থেকে প্রায় ৫ হাজার বেশি। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৫৩ হাজার ৫০৭ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩ জনের। আক্রান্তের পাশাপাশি দৈনিক সুস্থতার সংখ্যাতেও রেকর্ড করেছে ভারত। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২৯ লাখ ৭০ হাজার ৪৯৩ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে ৮ লাখ ১৫ হাজার ৫৩৮ জন। এদিকে বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৬৭ হাজার।