ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধে ভাঙ্গণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
উজান থেকে নেমে আসা পানির স্রোতে ভেঙ্গে গেছে ফেনীর মুহুরী নদীর বাঁধ। ফলে ফুলগাজী ও পরশুরাম পয়েন্ট বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধের ফুলগাজীর দক্ষিণ দৌলতপুর ও উত্তর দৌলতপুরে ভাঙ্গণ দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত অনেক গ্রাম। পানিতে ভেসে গেছে ঘরবাড়ি ও মাছের ঘের। গেলো রাতে ফুলগাজী বাজারে পানি উঠলে অনেক দোকানে তাকা মালামালের ক্ষয়ক্ষতি হয়। কয়েকমাস আগে মুহুরী নদীর চারটি স্থানে ভাঙ্গন দেখা দেয়।