ভারত থেকে বিশেষ ট্রেনে সিরাজগঞ্জে পৌঁছেছে ২শ’ টন তরল অক্সিজেন
- আপডেট সময় : ০৬:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
করোনার পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে। বাড়তি এ সময়ে হাসপাতালে হাসপাতালে আইসিইউ’তে ভর্তি হচ্ছে অনেক রোগী। টান পড়ছে অক্সিজেনের। বাড়তি চাহিদা মেটাতে দুই দফায় ভারত থেকে অক্সিজেন আনলো আমদানীকারক প্রতিষ্ঠান। দ্বিতীয় দফায় ভারত থেকে পাঠানো ২০০ টন অক্সিজেন বহনকারী বিশেষ ট্রেন কাল বেনাপোল হয়ে রোববার সিরাজগঞ্জে পৌঁছায় । যা সড়ক পথে পাঠানো হবে ঢাকায়।
অক্সিজেন। গেলো দুই বছর ধরে করোনার থাবায় অসুস্থ অসহায় মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় হয়ে দাড়িঁছে এই অক্সিজেন। সংকট তৈরি হওয়ায় দুই দফা ভারত থেকে অক্সিজেন এলো বাংলাদেশে। প্রথম চালানটি দেশে পৌঁছে পবিত্র ঈদ উল আযহার দিন। সেই চালান আসে ট্যাংকে করে। তিনদিন বিরতি দিয়ে শনিবার অক্সিজেন এক্সপ্রেস নামের বিশেষ ট্রেনের ১০টি কনটেইনার বেনাপোল হয়ে রোববার সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম ষ্টেশনে পৌঁছে।
চালান বুঝে নিতে ঘটনাস্থলে ছিলেন আমদানীকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক ড. ফারক আহমদকে ২শ’ টন অক্সিজেন বুঝিয়ে দেয়া হয়। তখনই শুরু হয় আনলোড করা।
ঢাকার পথে যাত্রার আগ মুহূর্ত পর্যন্ত প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা স্টেশনের দায়িত্বে নিয়োজিত থাকবেন।
গত ২৪শে এপ্রিল অক্সিজেন এক্সপ্রেস নামের এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করে ভারত।