ভারত থেকে ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে কোন সংশয় নেই: তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ভারত থেকে সময়মতো করোনা ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে কোন সংশয় নেই। একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রতিটি বিভাগীয় শহরে বিটিভির একটি করে পূর্ণাঙ্গ সম্প্রচার কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তথ্যমন্ত্রী।